জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল।
রোববার (২ নভেম্বর) উপাচার্য কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি করা হয়।
বিজ্ঞাপন
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আসন্ন জকসু নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে অবশ্যই ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কত ব্যালট ছাপানো হয়েছে, কত ভোট গণনা হয়েছে, কত ব্যালট নষ্ট হয়েছে— এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে।’
তিনি ডাকসু নির্বাচনে ব্যালট কেলেঙ্কারির উদাহরণ উল্লেখ করে বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের ম্যানিপুলেশন হলে তা বরদাস্ত করা হবে না।’
শামসুল আরেফিন সাংবাদিকদের প্রবেশ ও আচরণের বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘন করলে তাদের কেন্দ্র থেকে বের করে দিতে হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এম/এফএ

