রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জবিতে এমফিল শিক্ষার্থী বাদ প্রক্রিয়াকে ‘মাস্টারপ্ল্যান’ আখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

জবিতে এমফিল শিক্ষার্থী বাদ প্রক্রিয়াকে ‘মাস্টারপ্ল্যান’ আখ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল মন্তব্য করেন, ‘কেন্দ্রীয় বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থীতার যোগ্যতা না দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান এবং সেই মাস্টারপ্ল্যান সফল হয়েছে।’

রোববার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


হিমেল বলেন, ‘তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এমফিল শিক্ষার্থীদের ভোট ও প্রার্থীতার অধিকার না দিয়ে আমাদেরকে সংজ্ঞায়িতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা এমফিলে ভর্তি হওয়ার সুযোগ পাননি বা যারা আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলেন এবং বর্তমানে ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন, তাদের নির্বাচনি প্রচারের জন্য সময়মতো সুযোগ দেওয়া উচিত। এজন্য প্রয়োজনীয় আইডি বা প্রবেশাধিকার কার্ড প্রদান করতে হবে।’

সভায় জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর অন্যান্য নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর