শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

ঢাবি দিবসে অংশগ্রহণ করবে না শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।

বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা ‘ডি’ গ্রেড থাকলে তিনি আবেদন করতে পারবেন না।


বিজ্ঞাপন


ভর্তি পরীক্ষা ও মান বণ্টন 

‘সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি’ বিষয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় ধাপ থাকবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে ভাষা ও যোগাযোগ, পরিমাণগত দক্ষতা (Quantitative Aptitude) এবং রাইটিং স্কিলস বিষয়ে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত অংশের মান ৮০ এবং মৌখিক পরীক্ষার মান ২০।

আবেদন ও সময়সূচি

আবেদন ফরম সংগ্রহ: সমাজবিজ্ঞান বিভাগের অফিস থেকে
আবেদন ফরমের মূল্য: ১,২০০ টাকা
আবেদন জমার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১:০০টায় 


বিজ্ঞাপন


ভর্তির আগে প্রয়োজনীয় কাগজপত্র বিভাগে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর