শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ
৭ কলেজ নিয়ে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সাবেক জেলা ও দায়রা জজ এবং বিচার বিভাগ পৃথককরণে ‘রাষ্ট্র বনাম মাসদার হোসেন মামলাখ্যাত’ মো. মাসদার হোসেন নোটিশটি পাঠিয়েছেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। গতকাল নোটিশ পাঠানো হলেও আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইনজীবী মাসদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের ঐতিহ্য নষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের উদ্যোগ এবং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার সুযোগ সংকুচিত করা সংবিধানবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার সংকোচন, কর্মসংস্থান নষ্টসহ নানা ক্ষতির কথা বলা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


নোটিশপ্রাপ্তরা হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার।

ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র বিদ্যমান খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে স্বতন্ত্র ও ঐতিহ্য হারাবে। তাছাড়া কলেজগুলোর শিক্ষার্থীদের প্রত্যাশাও ভিন্ন। আর প্রস্তাবিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে ঢাকায় উচ্চশিক্ষার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। এসব কারণে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের স্বতন্ত্র ও ঐতিহ্য রক্ষার দাবি জানাচ্ছেন বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।

গত ৫ অক্টোবর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ আপত্তি তোলেন। সকালে কলেজ আর বিকেলে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলেন তারা। 

এএসএল/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর