শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

সাত কলেজ শিক্ষার্থীদের অনশনে ছাত্রদলের সমর্থন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

Dhaka Central University
সাত কলেজ শিক্ষার্থীদের অনশনে ছাত্রদলের সমর্থন। ছবি: ঢাকা মেইল

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সার্বিকভাবে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। 


বিজ্ঞাপন


ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের এ রকম আমরণ অনশন কর্মসূচি কোনভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  সংশ্লিষ্ট সবার উচিত তাদের এই যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া ও বাস্তবায়ন করা। তাদের এই দাবি আদায়ে যেকোন সহযোগিতায় ঢাকা কলেজ ছাত্রদল সবসময় বদ্ধপরিকর থাকবে। 

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর মাদবর বলেন, অন্তর্বর্তী প্রশাসক এবং কলেজ প্রশাসকের উচিত কোনো ধরনের জটিলতা থাকলে সেগুলো শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করা এবং যত দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আহ্বান করা। 

অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে। এ সময়ে অনশনে থাকা শিক্ষার্থীরা ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সংহতি প্রকাশের সময় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জিয়াউর রহমান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর