শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

উৎসবমুখর পরিবেশে জবিতে ফুচকা ফেস্ট আয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি 
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

Jagannath University
‘জবিয়ানদের ফুচকা ফেস্ট ২০২৫’

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়ে গেলো ‘জবিয়ানদের ফুচকা ফেস্ট ২০২৫’।‎‘ফুচকার স্বাদে ঐক্যের বন্ধনে’প্রতিপাদ্যে এই ফুচকা উৎসব হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেন। 
 
‎বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ফুসকা বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। 

1000072424
‘জবিয়ানদের ফুচকা ফেস্ট ২০২৫’


‎‎এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, রবিউল আউয়াল, রাহাত, সাগর, তৌহিদ ও ডেনিসহ বিভিন্ন নেতাকর্মী। আয়োজনটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন।
‎ 
‎ফুসকা ফেস্টে অংশ নেওয়া শিক্ষার্থী রিতু রায় বলেন, আমার ভালো লাগছে, ক্যাম্পাসে বিভিন্ন ফেস্টের আয়োজন হচ্ছে, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বাইরে  ফুসকা খেয়ে থাকি। কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। 

1000072423
‘জবিয়ানদের ফুচকা ফেস্ট ২০২৫’


‎আয়োজন পরিচালনাকারী মাহবুব আলম বলেন, এই আয়োজনের উদ্দেশ্য রাজনৈতিক বা সংগঠনের প্রসার নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও মজবুত করা।

প্রতিনিধি/ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর