সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি অ্যাকশনে আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

police
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেট নিক্ষেপ ও লাঠিচার্জে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া লাঠিচার্জও করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টায় ভুখা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে প্রবেশ করতে চাইলে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

DM

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (টহল) সরদার বুলবুল বলেন, ‘শিক্ষকদের মিছিল প্রেসক্লাব থেকে পল্টনের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা পুলশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখনই পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর অন্তত ৫০ জন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


বিজ্ঞাপন


এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর