দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারীরা।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তাদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়।
বিজ্ঞাপন
দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরে আবার একই স্থানে এসে মিলিত হয়।
কর্মসূচিতে রামচন্দ্রপুর এ আর প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক নমীন চন্দ্র দাস বলেন, ২০১৩ সালে আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়। এটির পর থেকে আমরা প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষা দিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে একাধিক বার আমাদের বেতন-ভাতার সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও সেটা বাস্তবে পূর্ণ হয়নি।
তিনি আরও বলেন, বিদ্যালয় থেকে আমরা সেভাবে কোনো সুযোগ-সুবিধাই পাই না। বরং শিক্ষার্থীদের খাওয়ানো ও যাতায়াতের খরচও আমাদের দিতে হয়। আমরা সাধারণ স্কুলের চেয়ে বেশি পরিশ্রম করি। মানে দেশের সবচেয়ে অবহেলিত শিশু ও বাচ্চাদের শিক্ষা দেই কিন্তু সরকার আমাদের জন্য কিছু করে না। তাই এবার আর আশ্বাস নয়। এমপিওভুক্তির প্রজ্ঞাপন নিয়েই বাড়ি যাবো।
রৌশন ইদ্রিস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আমরা আসলে অসহায় হয়ে গেছি। এই ধরনের স্কুলে জয়েন করার পর নানা আশ্বাসে আর অন্য কোথাও চাকরিতে যাওয়া হয়নি। এদিকে চাকরির ৮ বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো বেতন-ভাত নেই।
কর্মসূচিতে দেশের প্রায় ২শ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এসেছে বলে জানা গেছে। এছাড়া বর্তমানে এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আন্দোলন করছেন।
এএসএল/এএস

