তিন দফা দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা-উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আগামী ৮ নভেম্বর নতুন কর্মসূচি আসবে বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই আন্দোলনের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।
বিজ্ঞাপন
ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সম্ভাব্য সময় আগামী ৮ নভেম্বর। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। আজকের মধ্যেই কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।
এর আগে তিন দফা দাবিতে গত ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেন।
এএসএল/জেবি

