ডিজিটাল যুগে সাংবাদিকতার ধরণ পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। এখন শুধু লেখালেখি নয়, জানতে হচ্ছে ভিডিও সম্পাদনা, অডিও প্রডাকশন ও অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনাও। সেই দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। তাদের ই-লার্নিং প্ল্যাটফর্মে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ কোর্সে ভর্তির সুযোগ এসেছে।
বিজ্ঞাপন
অনলাইনে সরাসরি রিসোর্স পারসনের সঙ্গে ক্লাসে অংশ নেওয়ার এই কোর্সটি সাংবাদিকতা পেশায় আগ্রহী নতুন ও পুরনো উভয় সাংবাদিক এবং গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী।
কী থাকছে কোর্সে
কোর্সটিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতার মৌলিক ধারণা থেকে শুরু করে ভিডিও ও অডিও সাংবাদিকতা, ইনফোগ্রাফিক্স তৈরি, ফ্যাক্ট চেকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার, ক্রিয়েটিভ স্টোরি টেলিং ও ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা—এসব বিষয়ে বিশদ আলোচনা থাকবে।
অংশগ্রহণকারীরা অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে রিসোর্স পার্সনের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন

কোর্সের তথ্য
মেয়াদ: ৩ মাস
কোর্স ফি: ৪,৫০০ টাকা
ভর্তির শেষ তারিখ: ৯ নভেম্বর
কোর্স লিংক: https://pibelearning.gov.bd/courses/multimedia-journalism/
গাইডলাইন ভিডিও: https://youtu.be/UIdcQByCb6I

সনদ ও যোগাযোগ
কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সনদপত্র।
প্রযুক্তিগত সহায়তার জন্য ই-মেইল করুন: [email protected]
ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯৩৮ ৯৯৯ ২২২ (সকাল ৯টা–বিকাল ৫টা পর্যন্ত)।
এজেড

