শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

বুয়েট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি সর্বোচ্চ ১৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

buet

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে এবং চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আর আবেদন ফি প্রদান করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।


বিজ্ঞাপন


এইবারের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা (preliminary test) থাকছে না। কেবল লিখিত পরীক্ষা এবং আগের মতো মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি বিভাগভেদে নির্ধারণ করা হয়েছে। প্রকৌশল বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৩০০ টাকা। কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা ও স্থাপত্য বিভাগের জন্য ফি সর্বোচ্চ ১৫০০ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সমন্বিত করতে বিভিন্ন নতুন নিয়মাবলী প্রবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইন আবেদন ও ফি প্রদান প্রক্রিয়া যথাযথভাবে ডিজিটালাইজ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুয়েট ভর্তি পরীক্ষা প্রতি বছরের মতো এবারও দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য প্রবেশদ্বার হিসেবে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের www.buet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর