রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

পরীক্ষা শেষে ফেরার পর হৃদরোগে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

পরীক্ষা শেষে ফেরার পর হৃদরোগে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
মুবাশশির শাহরিয়ার মারুফ। ফাইল ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী মুবাশশির শাহরিয়ার মারুফ।

রোববার (২৬ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপন


জানা গেছে, গতকাল শনিবার (২৫ অক্টোবর) প্রাইম মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন।

মুবাশশির শাহরিয়ার মারুফ ছিলেন মেডিকেলের ২০২১–২০২২ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৪ বছর।

এদিকে মুবাশশির শাহরিয়ার মারুফের আকস্মিক মৃত্যুতে প্রাইম মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর জানিয়ে তাঁকে নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা।


বিজ্ঞাপন


চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম চৌধুরী ফেসবুক পোস্টে লিখেন, যে কয়টা ছেলে মেডিকেল লাইফে আসার পর থেকে সবসময় পরামর্শের জন্য নক করত, তাদের মধ্যে এই ছেলেটিকে সবসময় পেয়েছি। অন্য রকম ফোবিয়া নিয়ে থাকত... কে জানত, এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে! আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন, আমিন।

তাঁর সহপাঠী যুবায়ের শায়খ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মুবাশশির মারুফ আর নেই। আমি সম্পূর্ণ স্তব্ধ, জীবন কতটা অনিশ্চিত! আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর