মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে ৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) আজ রোববার (২৬ অক্টোবর)।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় এই পদের নিয়োগ বিজ্ঞাপ্তি দেন। যেখানে ৬০ জনে বেশি প্রার্থী আবেদন করেন। আজ বিকেলে ভাইভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজ্ঞাপন
গত ৬ অক্টোবর কোনো পূর্ব প্রস্তুতি বা ঘোষণা বা বিধান পরিবর্তন ছাড়াই হঠাৎ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নজিরবিহীন এই বিজ্ঞপ্তি দেখে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। ফেসবুকসহ নানাভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য বলা হয়।
ডিজি পদে আবেদন পরীক্ষা করে জানা যায়, অবসরপ্রাপ্ত এবং বতর্মানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পরিচালক পদে কর্মরতরাও রয়েছেন। গত ১৭ বছরে আওয়ামী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার পিএস বাড়ৈ, দীপু মনি ও বেসরকারি রতন কুমার মজুমদারসহ অনেকের সঙ্গে গোপনে আঁতাত করে, মামলা মোকদ্দমা করে একদিনও ঢাকার বাইরের কর্মস্থলে না গিয়ে ঢাকায় অবস্থান করা একাধিক কর্মকর্তা রয়েছেন। বহুল বিতর্কিত কর্মকর্তারাও আবেদন করেছেন।
>> আরও পড়তে পারেন
যদিও গত ৬ অক্টোবর ডিজি নিয়োগের বিজ্ঞপ্তিতে, ‘আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক’ ইত্যাদি কথা বলা হয়েছে।
এদিকে অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই অব্যাহতি চাওয়া মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে ওএসডি করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে প্রথমে উকিল নোটিশ ও পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। যেকোনো দিন শুনানি হতে পারে।
এএসএল/এএস

