মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

নতুন ফ্রিজ পেলেন ঢাবির জিয়া হলের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

DU
ঢাবির জিয়া হলে ইনসাফের সহায়তায় নতুন ফ্রিজ প্রদানের মুহূর্ত। ছবি- ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফের সহায়তায় ফ্রিজ উপহার দিয়েছে হল সংসদ নেতারা।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্রিজটি হল প্রশাসনের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়। 


বিজ্ঞাপন


এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন ইনসাফকে ধন্যবাদ দিয়ে বলেন, ইনসাফসহ অন্য যেকোনো সংগঠনকে আমরা শিক্ষার্থীদের জন্য, এমন ভালো কাজের জন্য আহ্বান করব। হলের মেসের তত্ত্বাবধানে ফ্রিজটি থাকবে। 

জিয়া হলের ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, শিক্ষার্থীরা দায়িত্ব সহকারে ফ্রিজটি রক্ষণাবেক্ষণ করবে।’

ইনসাফের চেয়ারম্যান ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। জিয়া হলের শিক্ষার্থীরা বাড়ি থেকে মায়ের দেওয়া খাবার এনে রাখতে পারতেন না। কারণ সেই সুযোগ এতদিন ছিল না। সে কারণে হল সংসদ এবং ইনসাফের কো-অর্ডিনেটর আমাদের সঙ্গে যোগাযোগ করে। সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যালমনাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে জিয়া হলের শিক্ষার্থীদের জন্য ফ্রিজটি ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, এটি কোনো অনুদান বা দান নয়। এটি শিক্ষার্থীদের যে ক্রাইসিস, তার প্রতি সহমর্মিতা। এভাবে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।


বিজ্ঞাপন


হল সংসদের ভিপি মাহবুব তালুকদার বলেন, ‘শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগকে আমরা দল-মত নির্বিশেষে সাধুবাদ জানাব এবং তার সঙ্গে থাকব।’

এসময় জিএস আসিফ ইমাম বলেন, ‘নির্বাচনে আমাদের ইশতেহার ছিল, হলের শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করা। আমরা সেটা ইনসাফের মাধ্যমে ব্যবস্থা করেছি।’

হল ইনসাফের কো-অর্ডিনেটর মাহবুব আলম মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের ক্রাইসিসের জায়গাটা নির্ণয় করে এড্রেস করার। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আক্ষেপ ছিল, হলে একটি ফ্রিজ হলে আমাদের খাবার সংরক্ষণের জন্য সুবিধা হয়। 

তিনি বলেন, ‘পরবর্তীতে আমরা এটি ইনসাফকে জানালে তারা আমাদেরকে ফ্রিজ দেওয়ার আশ্বাস দেন। আমরা আশা করব, ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কাজে ইনসাফ আমাদের পাশে থাকবে।’

আইএসএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর