শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

জবি অ্যান্টি টোব্যাকো ক্লাবের নেতৃত্বে ইয়াছিন-সাকিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম

শেয়ার করুন:

Yasin and Sakib JnU
জবি অ্যান্টি টোব্যাকো ক্লাবের নেতৃত্বে ইয়াছিন-সাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যান্টি টোব্যাকো ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলরাফি হোসাইন সাকিব।
 
শুক্রবার (২৪ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
 
কমিটি ঘোষণার সময় প্রধান উপদেষ্টা ড. রফিকুল ইসলাম বলেন, ‘তরুণদের তামাকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং তামাকমুক্ত ক্যাম্পাস গঠনে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’

নবনির্বাচিত সভাপতি মো. ইয়াছিন ইসলাম বলেন, ‘আমরা তামাকমুক্ত প্রজন্ম গঠনে কাজ করতে চাই। সচেতনতা বৃদ্ধি, গবেষণা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাব।’


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের প্রথমবার ২০২২ সালে তামাকবিরোধী এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ক্লাবটি তামাকবিরোধী প্রচার, সচেতনতা কার্যক্রম ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছে।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর