সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

জবি প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

জবিতে নারী ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা।


বিজ্ঞাপন


এ সময় শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈরে এক ছাত্রীর ধর্ষণ, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রী সংস্থার প্রতিনিধি সখিমন খাতুন বলেন, ধর্ষণ একটি মনস্তাত্ত্বিক ব্যাধি এবং মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। মানুষকে যদি যথাযথভাবে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়, তাহলে ধর্ষণের হার কমতে পারে। একই সঙ্গে কঠোর আইন প্রণয়ন করতে হবে, যাতে শাস্তির ভয়ে ধর্ষকরা এ ধরনের কাজ থেকে বিরত থাকে। উপযুক্ত আইন প্রয়োগ না হওয়ায় দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ২২ অক্টোবর বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর