শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

গুচ্ছে ভর্তি কমিটির নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়, আরও যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

IU
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে। এবার গুচ্ছ ভর্তি কমিটির নেতৃত্বে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 


বিজ্ঞাপন


বৈঠকে উপস্থিত একাধিক উপাচার্য জানান, গত বছরের মতো এবারও গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ই পরীক্ষায় অংশ নেবে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনো যুক্ত হয়নি। তবে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে চেষ্টা অব্যাহত রেখেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। এসময় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘গত শিক্ষাবর্ষের সমাপ্তি ঘোষণা ও আর্থিক হিসাবসহ কিছু নিয়মিত কার্যক্রমের জন্য সভাটি অনুষ্ঠিত হয়। এতে নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আবেদন প্রক্রিয়া, সময়সীমা ও অন্যান্য দিকগুলো পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে। ভর্তি কমিটি পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর