রাজধানীর জিগাতলা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জেরে আতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুই কলেজ শিক্ষার্থীকে আহত করা হয়েছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে সহপাঠীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়। এরপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার দুই দিন হয়ে গেলেও থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানায় পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জিগাতলায় নেসক্যাফের ভেতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন— বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. আলফাছ সানি ও কাজী ইশতেয়াক মুনিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলফাছ ও মুনিম কয়েকজন বন্ধুকে নিয়ে ঝিগাতলায় নেসক্যাফে আড্ডা দিচ্ছিলো। এ সময় একই কলেজের প্রথম বর্ষের ১০-১৫ জন জুনিয়র শিক্ষার্থী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় আলফাছ ও মুনিমকে ছুরিকাঘাত করা হয। খবর পেয়ে অন্যান্য সহপাঠীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
>> আরও পড়তে পারেন
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, এ ঘটনা আমরা শুনেছি। এদের মধ্যে একজন এখনো হাসপাতালে ভর্তি আছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। তবে, এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি।
একেএস/এএস

