শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

বার্ষিক পরীক্ষার আগে চার শনিবার ক্লাস নেওয়ার আহ্বান আজিজীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

Azizi
আন্দোলন চলাকালীন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক কর্মবিরতির কারণে পাঠদানে যে বিঘ্ন ঘটেছে, তা পূরণে শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেছেন, বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী চার শনিবারও পাঠদান চালু রাখা উচিত।

কর্মবিরতির কারণে কিছুদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় আজিজী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন, বার্ষিক পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত প্রতি শনিবার ক্লাস চালু রাখার।


বিজ্ঞাপন


সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমি জীবনের ঝুঁকি নিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে অধিকার আদায়ের আন্দোলন করেছি। জাতি আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে। এখন সেই জাতির প্রতি আমাদের দায় রয়েছে। তাই বার্ষিক পরীক্ষা পর্যন্ত চারটি শনিবার প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানাচ্ছি।

d
আন্দোলন চলাকালীন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী। ছবি- সংগৃহীত

তিনি আরও বলেন, আমরা যদি জাতির জন্য এই সামান্য ত্যাগ স্বীকার করি, তাহলে ভবিষ্যতে জাতীয়করণের বৃহত্তর আন্দোলনে গোটা জাতি আমাদের পাশে থাকবে।

শিক্ষকদের উদ্দেশে আজিজী বলেন, আপনারা যদি আমাদের এই অনুরোধ রাখেন, তাহলে আমরা আগামী দিনে আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে আরও অনুপ্রাণিত হবো।


বিজ্ঞাপন


উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে ছিল ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ইনক্রিমেন্ট এবং শিক্ষা জাতীয়করণ। এ দাবিতে কর্মবিরতি চলাকালে দেশের বহু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। এখন আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প সময়সূচি বিবেচনা করছে সংশ্লিষ্ট শিক্ষকেরা।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর