বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুই ধাপে এই সুবিধা কার্যকর হবে।

এর মধ্যে আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে। আর আগামী বছরের জুলাই থেকে সাড়ে ৭ শতাংশ ভাড়া বাড়বে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

লাশ যাবে তবুও আন্দোলন চলবে: কেঁদে কেঁদে বললেন শিক্ষক নেতা আজিজি

বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি অর্থবছর থেকেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাতা পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ ভাতা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেয়ে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর তাদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিল। যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয়। বরং তারা শতাংশের হিসাবে বাড়িভাড়া দিতে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল। এতে চারটি ভাগ (৫, ১০, ১৫, ২০ শতাংশ) করে হিসাব করে দেখানো হয়েছিল, কত টাকা লাগবে। সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী বাড়িভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাড়ি ভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। তাদের আন্দোলনের মধ্যে ১৯ অক্টোবর বাড়ি ভাড়া ভাতা সর্বনিম্ন ২০০০ টাকা করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তিন দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এমন অবস্থার মধ্যে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে।

এম/বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর