বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভর্তির ৭ মাসেও পরিচয়পত্র না পাওয়া রাবি শিক্ষার্থীদের ভোগান্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১০:২১ এএম

শেয়ার করুন:

ভর্তির ৭ মাসেও পরিচয়পত্র না পাওয়া রাবি শিক্ষার্থীদের ভোগান্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তির সাত মাস পেরিয়ে গেলেও এখনো পরিচয়পত্র হাতে পাননি। এতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা, গ্রন্থাগার থেকে বই সংগ্রহ ও নিজের পরিচয় প্রদানের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। এছাড়া অনেক সময় তারা বিভিন্ন দপ্তর ও জরুরি কাজে হয়রানিরও শিকার হচ্ছেন।

কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির কাগজ ও প্রয়োজনীয় জিনিস চীন থেকে আসতে দেরি হওয়ার কাজটি এখনো আটকে আছে।


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা জানান, তারা যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেটি প্রমাণের জন্য স্মার্ট আইডি কার্ড খুব জরুরি। কিন্তু ভর্তি হওয়ার সাত মাস চলে যাচ্ছে আবার অনেকে প্রথম সেমিস্টার শেষ করেছে তবুও তারা আইডি কার্ড পাচ্ছেন না। এটি না থাকায় তারা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন অনেকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০টি বিভাগের প্রথম সেমিস্টার শেষ হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির ইসলাম বলেন, ‘আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার প্রমাণ হলো আইডি কার্ড। আমি বিশ্ববিদ্যালয়ের বাহিরে যদি কোনো সমস্যায় পড়ি সেখানে আমি আমার ছাত্রত্ব প্রমাণ করতে পারি না। এতদিনেও আইডি কার্ড না পাওয়া শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের অবহেলার বহিঃপ্রকাশ।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না ইসলাম বলেন, ‘আইডি কার্ড না থাকায় আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কোনো বই নিতে পারি না। বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। কিন্তু আইডি কার্ড না থাকায় আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।’


বিজ্ঞাপন


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজিদ হোসেন অভিযোগ  করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড না থাকায় আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুবিধা পাইনা। সাধারণ চিকিৎসা পেলেও কোনো ধরনের মেডিসিন পাই না। এছাড়া গণপরিবহন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি।’

কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশানের প্রধান অধ্যাপক খাদেমুল ইসলাম জানান, মহামারির কারণে স্মার্ট কার্ড তৈরির প্রয়োজনীয় জিনিস আসতে দেরি হচ্ছে। তবে খুব দ্রুত শিক্ষার্থীদের আইডিকার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘স্মার্ট কার্ড তৈরির প্রয়োজনীয় জিনিসের জন্য টেন্ডার দিয়েছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে আমরা প্রয়োজনীয় জিনিস এখনো পাইনি। আমরা দ্রুত সেগুলো ব্যবস্থা করে কার্ড তৈরির চেষ্টা করবো। সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো।’

আইটি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর