ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাপ্টারের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবে সংগঠনটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ২৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
২৬ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক: আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক।
যুগ্ম আহ্বায়ক: দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ইউনুস ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন।
সদস্য সচিব: গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মোতালেব হোসেন।
বিজ্ঞাপন
যুগ্ম সদস্য সচিব: বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সায়েম, আরবি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক (দপ্তর বিষয়ক)।
ট্রেজারার: ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম।
কমিটির ১৮ সদস্য হলেন
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররু হোসাইন ভূঁইয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবনে হোসাইন ও ড. মো. আবদুল লতিফ, আরবি বিভাগের অধ্যাপক ড. আবদুল কাদের, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. কুতুবুল ইসলাম নোমানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরে আলম ও ড. মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. সাইদুর রহমান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ, দর্শন বিভাগের প্রভাষক ড. হামিদুর রহমান এবং বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ড. মেহের আফরোজ লুতফা।
আইএসএস/এআর

