শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুনামগঞ্জ বন্যাকবলিতদের মাঝে ‘সাপোর্ট হিউম্যানিট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ১০:২৮ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জ বন্যাকবলিতদের মাঝে ‘সাপোর্ট হিউম্যানিট’
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ বন্যাকবলিত এলাকায় ছয় বন্ধু মিলে গড়ে তোলা ‘সাপোর্ট হিউম্যানিটি’ নামে একটি সংগঠন ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে। তারা সবাই ঢাকা কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

শুক্রবার (১ জুলাই) সংগঠনটি বন্যাকবলিতদের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় তারা রান্না করা খাবার, ওষুধ ও স্যালাইনসহ খাবার পানি শুকনা খাবার বিতরণ করবে।


বিজ্ঞাপন


স্বেচ্চাসেবকেরা বলছেন, যতদিন সম্ভব এই ত্রাণ কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এছাড়া ত্রাণ বিতরণের ক্ষেত্রে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন, দূরবর্তী গ্রাম যেখানে ত্রাণ পৌঁছায়নি সেসব এলাকাকে বেছে নিচ্ছেন তারা। 

ঢাকা কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের তানভির আহমেদ তুহিন, ইতিহাস বিভাগের রাসেল আহমেদ, বিজ্ঞান বিভাগের রবিন মাহমুদ ও অর্থনীতি বিভাগের নাভেদ পারভেজ রয়েছেন।

ডিএইচডি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর