রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রসায়ন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল হোসেনকে সভাপতি ও বাংলা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে আমতলায় ১১তম কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
সমাবেশে রনজু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌভিক রেজা, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক শাকিল হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জীবন আহমেদ, দফতর ও অর্থ বিষয়ক সম্পাদক সার্জিল হোসাইন এবং সদস্য শাহাদাৎ হোসেন রাকিব, বাবলু হাসদা, মাহমুদুল কবির, মো. জাহাঙ্গীর।
প্রতিনিধি/এইচই

