শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষক হত্যা: সাভারের সেই কলেজের গভর্নিং বডি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষক হত্যা: সাভারের সেই কলেজের গভর্নিং বডি স্থগিত
শিক্ষক উৎপল কুমার

শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (৩০ জুন) এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


বিজ্ঞাপন


বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ কলেজের গভর্নিং বডির এডহক কমিটি স্থগিত করা হয়েছে।

গত ২৫ জুন (শনিবার) দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই শিক্ষককে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ওই শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় স্কুলছাত্র জিতুর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে আসামি ধরতে অভিযান শুরু করে পুলিশ।


বিজ্ঞাপন


এরই ধারাবাহিকতায় গতকাল ভোরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ওই ছাত্রের বাবা উজ্জ্বলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিকালে র‌্যাবের হাতে গ্রেফতার হন মূলহোতা আশরাফুল ইসলাম জিতু।

এসএএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর