ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যােগে ঢাবিতে অবস্থানকারী ভবঘুরেদের উচ্ছেদ করার জন্য অভিযান চালানো হয়েছে। ডাকসু, প্রক্টরিয়াল টিম ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে থেকে এই অভিযান শুরু করা হয়।
বিজ্ঞাপন
এ সময় সাগর (১৫) নামে এক কিশোরকে মাদকদ্রব্যসহ (ইয়াবা) আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উচ্ছেদ অভিযান বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগতদের উচ্ছেদ করতে হবে। কিন্তু তাদের ওপর জুলুম করা যাবে না। আমরা তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেব এবং ভবিষ্যতে যেন না আসে সে বিষয়ে সতর্ক করে দেব।
তিনি আরও বলেন, এ সকল ভবঘুরেদের কারণে নারী শিক্ষার্থীরা চলার পথে বিভিন্ন সময়ে বিব্রতকর অবস্থায় পড়ে। নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য আমরা এই উদ্যােগ নিয়েছি। এছাড়াও, অনেক সময় আমরা দেখতে পাই এরা ছিনতাই করে ধরা পড়লে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে নিজে আঘাত করে।
ভবঘুরেরা যেন আবার ফিরে না আসে এ বিষয়ে তিনি বলেন, এরা যেন আর ঢুকতে না পারে; সেজন্য আমরা চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করব, দরকার হলে আরও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
আইএসএস/এফএ

