শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা কলেজের বোটানি বিভাগ ইডেনে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

ঢাকা কলেজের বোটানি বিভাগ ইডেনে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগ ইডেন মহিলা কলেজে স্থানান্তরের প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সাত কলেজ মিলে নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবিত খসড়ায় বিভাগটি স্থানান্তরের পরিকল্পনা উঠে আসে।

শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু বিভাগ নয়, একটি ইতিহাস ও পরিচয়ের বিষয়। এখন এই বিভাগ ঢাকা কলেজে না রেখে অন্য কলেজে সরিয়ে নেওয়ার প্রস্তাব তাদের অস্তিত্বেই আঘাত হেনেছে।


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা আরও জানান, প্রয়োজনে তারা শান্তিপূর্ণ আন্দোলন থেকে শুরু করে কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত আছেন।

বিভাগটির সাবেক শিক্ষার্থীরাও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক প্রাক্তন জানিয়েছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে তারা কখনোই নিজেদের ঢাকা কলেজের বোটানি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না। তারা বলছেন, বিভাগটা আমাদের আত্মপরিচয়ের অংশ। যদি এই বিভাগ ঢাকা কলেজে না থাকে, তাহলে আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা হবে। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না।

বর্তমান শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রশংসনীয় হলেও, তা যেন শিক্ষার্থীদের পরিচয় ও অর্জনকে বিলীন করে না দেয়।

ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্বপ্ন আমরাও দেখি। কিন্তু তার মানে এই নয় যে, ঢাকা কলেজের নিজস্ব বিভাগ অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের সিদ্ধান্ত ভাল কিছু বয়ে আনবে না। এই প্রস্তাব দ্রুত সংশোধনের দাবি জানাই আমরা না হলে এই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলবে। 


বিজ্ঞাপন


২০২১-২২ সেশনের আকাশ নামের এক শিক্ষার্থী বলেন, এখন আমরা গর্ব করে বলি ‘ঢাকা কলেজের বোটানি’ এটা শুধু একাডেমিক পরিচয় না, এটা আমাদের গর্ব। এটা যদি ইডেনে পাঠানো হয়, তাহলে আমরা কী হব? একটা নতুন প্রতিষ্ঠানে আমাদের নামটা স্রেফ হারিয়ে যাবে।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে বর্তমান অনেক সাবজেক্ট না রাখায় ক্ষোভ ও প্রতিবাদ জানাতে শুরু করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তবে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে এবং এটি বাস্তবায়নের আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে অন্তবর্তী প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে এই বিভাগটি, যা দীর্ঘ ২৭ বছর ধরে ঢাকা কলেজের অন্যতম পরিচিত এবং সফল বিভাগ হিসেবে স্বীকৃত। বর্তমানে বিভাগটিতে অনার্স ও মাস্টার্স মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৩০ জনের মতো।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর