মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাজশাহী
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।

২৫ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১৬ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: পূজার ছুটির পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল, শিবির চায় ২৫ সেপ্টেম্বরেই 

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ১৬ অক্টোবর বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি।


বিজ্ঞাপন


উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে নতুন তারিখ নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার জের ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন শিক্ষক–কর্মকর্তাদের একটি অংশ।

‘শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে’ সোমবার দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলে।

এর জেরে দুপুরে শাখা ছাত্রদলসহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানায়। অন্যদিকে রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের আয়োজনের দাবি জানান। এমন অবস্থায় নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর