জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইনকোর্স পরীক্ষা নেওয়া যাবে।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে এ সময়সীমা বাড়ানো হয়েছে। পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র, হাজিরার পত্র এবং ইনকোর্স নম্বরপত্রের হার্ড কপি গাজীপুর ক্যাম্পাস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের নির্দিষ্ট শাখায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানোর অন্যান্য নিয়মাবলি আগে প্রকাশিত স্মারক অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
এএইচ

