শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিনামূল্যে আইডিবি দেবে ৬ মাসের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

বিনামূল্যে আইডিবি দেবে ৬ মাসের প্রশিক্ষণ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য আবেদন আহ্বান করেছে। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন গ্রহণ শেষ হবে।

প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে। এছাড়া ১৮ থেকে ২৬ বছরের মধ্যে বয়সীমা।


বিজ্ঞাপন


স্কলারশিপের সুযোগ-সুবিধা—

১. ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;
২. থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;
৩. প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;
৪. চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;
৫. চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—

১. শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;
২. একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;
৩. জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;
৪. জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;
৫. ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;
৬.  পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;
৭. প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;
৮. ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;


বিজ্ঞাপন


বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যারা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে, বিস্তারিত https://isdb-bisew.org/apply


এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর