ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বিজয়ী নারীদের ‘হাউজ স্লেভ’ (গৃহ দাসী) হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাকিবুল মবিন নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের একজন শিক্ষার্থী এবং বর্তমানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) কর্মরত আছেন।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল’ জয়লাভ করার পর নির্বাচিত নারীদের একটি সম্মিলিত ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা লিখেন। এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা উক্ত বিষয়ে ব্যাপক সমালোচনা করেছেন ও নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞাপন
ডাকসু এজিএস (মহিউদ্দিন খান) এ বিষয়ে তার এক ফেসবুক পোস্টে লিখেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য (হাউজ স্লেইভ) করে পার পাওয়ার সুযোগ নাই।
তিনি আরও লেখেন, তবে আমরা অপরাধের রাজনীতিকরণ করব না। অপরাধীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করাই ইনসাফ। যে বা যারা আমাদের বোনদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার/তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অভিযোগ জানাচ্ছি।
ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মিফতাহুল মারুফ লিখেন, রাকিবুল মোবিন এর বিরুদ্ধে প্রোপার অ্যাকশন নেওয়ার জন্য বিআইজিডি বরাবর অফিশিয়াল ই-মেইল করেছি।
ঢাবি’র প্রক্টর স্যার বরাবরও অভিযোগ দেয়া হয়েছে। ডাকসুর নব নির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া লিগ্যাল বিষয়টি দেখছেন।
ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উক্ত বক্তব্যের প্রতিবাদে এক বিবৃতিতে ঘৃণা প্রকাশ করে লেখেন, আমরা প্রত্যাশা করি, উক্ত ব্যক্তি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন। অন্যথায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের মানহানি রোধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রতিনিধি/এফএ

