শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বায়ুদূষণ গবেষণায় একসঙ্গে কাজ করবে ক্যাপস ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

বায়ুদূষণ গবেষণায় একসঙ্গে কাজ করবে ক্যাপস ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

নির্মল বায়ু নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাব কমিটি গঠন এবং একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপন করা হবে। উদ্যোগটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বায়ুদূষণ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. বদরুল আমিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাকির আহম্মেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া ক্যাপসের পরিচালক রাশেদুজ্জামান মজুমদার, সহকারী পরিচালক মাহমুদা ইসলাম ও মো. হুমায়ুন কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাছির আহম্মেদ পাটোয়ারী, লিড রিসার্চার মারজিয়াত রহমানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, নির্মল বায়ু মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। বায়ুদূষণ আমাদের স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে গবেষণা ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাপসের গবেষকদের সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে হবিগঞ্জের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হবে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ বলেন, এই চুক্তি শিক্ষার্থীদের জন্য নতুন গবেষণার সুযোগ তৈরি করবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করবে। ক্যাপসের সঙ্গে এই সহযোগিতা আমাদের জন্য গর্বের এবং এই অঞ্চলে বায়ু দূষণ মোকাবিলায় কার্যকর অবদান রাখবে।


বিজ্ঞাপন


চুক্তি অনুযায়ী ক্যাপস ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা, বায়ুদূষণ নিয়ে গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর