মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্কের ১০ দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্কের ১০ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে ১০ দফা সতর্কতামূলক দাবি তুলে ধরেন তারা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা।


বিজ্ঞাপন


তারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করে তারা জানিয়েছিলেন, সে নির্বাচন সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার আলোকে এবারও নানা প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। এর কিছু বাস্তবায়ন হলেও অনেক বিষয় এখনও উপেক্ষিত রয়ে গেছে।

তাদের দাবি অনুযায়ী, নির্বাচনে প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব কার হাতে থাকবে তা স্পষ্টভাবে জানাতে হবে। নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে এবং ভোট গ্রহণের সময় বিকেল পাঁচটা পর্যন্ত বাড়াতে হবে। এছাড়া পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে। বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে এবং গুজব বা ভুয়া তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ রাখার দাবি জানান শিক্ষকরা। তারা আরও বলেন, যদি কোনো অনিয়ম বা অস্বচ্ছতা দেখা দেয়, তাহলে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

এএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর