দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, ডাকসু হবে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম এবং ক্যাম্পাস জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
আবাসন সংকট, টিউশন ফি বৃদ্ধি, পরিবহন সমস্যা, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা— এসব ইস্যু শিক্ষার্থীদের কাছে এখন প্রধান আলোচ্য বিষয়। অনেকেই মনে করছেন, ডাকসু নির্বাচন শুধুই ভোট নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করবে।
বিজ্ঞাপন
আরবি বিভাগের ২৩-২৪ সেশনের বিজয় ৭১ হলের শিক্ষার্থী মিরাজুল আহসান বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আমি অত্যন্ত ইতিবাচক। এটি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ডাকসু যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে শুধুই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, এটাই আমার প্রত্যাশা।’
মিরাজুল বলেন, প্রার্থীদের ইশতেহারে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে না আনার প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ সৃষ্টির উদ্যোগ তাকে আকর্ষণ করেছে। মিরাজুলের মতে, মানসম্মত শিক্ষা ও গবেষণা উপকরণের অভাব বর্তমানে শিক্ষার্থীদের প্রধান সমস্যা, যা ডাকসুর সক্রিয় ভূমিকায় সমাধান সম্ভব।
অন্যদিকে, জাপানিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাজনৈতিক প্রভাবমুক্ত ডাকসুর পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, ডাকসুতে এমন প্রার্থী নির্বাচিত হোক যিনি কোনো দলীয় প্যানেলের সঙ্গে জড়িত নন। কারণ দলীয় সংগঠনগুলো প্রচারণায় যে অর্থ ব্যয় করছে তা মূলত রাজনৈতিক দলের অর্থায়নেই চলছে। এতে নির্বাচিত হলে রাজনৈতিক দলের চাপ তাদের ওপর এসে পড়বে এবং ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করবে। তাই আমরা স্বাধীন প্রার্থী চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করেন, ডাকসু শুধু নেতৃত্বের প্ল্যাটফর্ম নয়, বরং এটি তাদের দৈনন্দিন সমস্যা সমাধানের জায়গা। একদিকে একাডেমিক মানোন্নয়ন, গবেষণার সুযোগ ও আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে হলে আবাসন সংকট দূরীকরণ ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা এসব বিষয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসু নির্বাচন তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় নতুন প্রজন্ম এটি নিয়ে বাড়তি উদ্দীপনা ও প্রত্যাশা নিয়ে এগিয়ে আসছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, ডাকসু নির্বাচন শুধুমাত্র প্রতীকী আয়োজন নয়, বরং এটি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এম/ক.ম
