শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে লিঙ্ক-লবিংয়ের অভিযোগ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

ডাকসুর এক ক্রীড়া প্রার্থীর বিরুদ্ধে লিঙ্ক-লবিংয়ের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কিছু ক্রীড়া সম্পাদকের বিভ্রান্তিকর ও মিথ্যাচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। এছাড়াও অনেক ক্রীড়া সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে লিঙ্ক-লবিংয়ের অভিযোগও তুলেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুহাইমেনুল ইসলাম তকি।
 
তকি বলেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিলো যেখানে কোটার মাধ্যমে ভর্তি হওয়া তানজিম সাকিব, তৌহিদ হৃদয় থেকে শুরু করে মুরসালিন ও কথা বলেছিল। তারা জাতীয় তারকা। কিন্তু ঢাবিতে ভর্তির পর তারা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলায় অংশগ্রহণ করেননি। 


বিজ্ঞাপন


অভিযোগ করে তকি বলেন, তারা একজনের পক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছে, সেখানে যার পক্ষে দিয়েছে সে নিজেও একজন কোটার প্লেয়ার। তাকে নিয়ে ভিডিওতে মন্তব্য করার আগে তাদের একবার চিন্তা করা দরকার ছিল।

ঢাবির ক্রিকেট টিমের নেপাল ট্যুরকে কেন্দ্র করে যারা সত্যিকার অর্থে যোগ্য ছিলো তারা প্রশ্ন তুলেছে। লিঙ্ক-লবিং করে ও মিথ্যাচার করে তিনিও নেপাল ট্যুরে গিয়েছিলেন। কোটার প্লেয়ারদের তিনি বলেন, অনেক আছে একটা ইংরেজি বাক্যও লিখতে পারেন না।

ঢাবির খেলাধুলার কোরাম নিয়ে তকি বলেন, কোরামের কারণে সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে পারে না, খেলতে পারে না। এই জাতীয় দলের কিছু প্লেয়ার ও বিকেএসপির প্লেয়ারদের সমন্বয়হীনতার কারণে সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার কারণে এ বছর ও খেলাধুলা হয়নি।

মেয়েদের খেলাধুলা নিয়ে তকি বলেন, একটি টিমে সব ভালো প্লেয়ার দিয়ে রাখে, আরেক টিমে কোনো ভালো প্লেয়ারই থাকে না। এ কারণে একটি ভালো খেলা হয় না। ঢাবি থেকে একটা প্লেয়ার ও এসব কারণে বের হতে পারে না।
 
তকি বলেন, ক্রিকেট বোর্ড চেয়েছে আমাদের মাঠে ইনভেস্ট করে তিন ফিট উঁচা করার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কেনো উঁচা করতে পারবে না? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি খেলাধুলার উন্নয়ন চায় না?
 
এসময় তকি আরও বলেন, যারা বাংলাদেশের তারকা যারা ডাকসু নিয়ে কথা বলছেন তারা বুঝে শুনে কথা বলবেন। আপনারা তো বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানেন না।


বিজ্ঞাপন


আইএসএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর