শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবিতে ভাষা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে ভাষা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
ঢাবিতে ভাষা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আভাই) চারটি বিভাগে দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে (টিএসসি) নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।


বিজ্ঞাপন


আভাইয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

নবীনবরণে উপস্থিত ছিল আভাইয়ের চারটি বিভাগ— জাপানি ভাষা ও সংস্কৃতি (জেএলসি), ফরাসি ভাষা ও সংস্কৃতি (এফএলসি), চীনা ভাষা ও সংস্কৃতি (সিএলসি) এবং ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল)। পাশাপাশি, ইনস্টিটিউটে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই চার বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের এক বছর পার হয়ে যাওয়ায় তারা ক্যাম্পাসে ধাতস্থ হয়ে গেছে। ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীরাও দ্রুত ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এখানে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ যোগ্যতায় এসেছে, সুতরাং প্রত্যেকের উচিত তাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়া।

তিনি আরও বলেন, যেসব ভাষা আপনারা পড়ছেন সেগুলো বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। শিক্ষার্থীরা এই ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা সুন্দরভাবে শিখে। ইনস্টিটিউটের অনেক শিক্ষার্থীর কথা শুনে আমি বুঝতে পারি, কতটা সুন্দরভাবে এখানে ভাষা শেখানো হয়। এমনকি বিদেশ ভ্রমণের সময়ও আমাদের সহকর্মীরা বিভিন্ন ভাষা বোঝার ক্ষেত্রে এই ইনস্টিটিউটের অবদানকে উপলব্ধি করেন।


বিজ্ঞাপন


এসময় তিনি শিক্ষার্থীদের দেশের মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি তাদের আচরণ ও ব্যবহারের মাধ্যমে সবসময় ঢাবির মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল বলেন, ডাকসুর মধ্যে অনেক প্রতিকূলতা পার হয়ে আজ আমরা এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। একটি ভাষা মানে একটি জানালা। ভাষার চাহিদা আমাদের দেশে অনেক। ভালোভাবে ভাষা শিখতে পারলে দেশে-বিদেশে চাকরির কোনো অভাব হবে না।

তিনি আরও বলেন, আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে নিজ নিজ ভাষা শিখবে, মনেপ্রাণে ধারণ করবে এবং দেশের কল্যাণে এগিয়ে যাবে।

এসময় ইনস্টিটিউটের শিক্ষক ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

শেষে শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রতিটি ভাষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ভাষায় গান গায় এবং গানের তালে নৃত্য পরিবেশনা করে।

আইএসএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর