শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শরীরে রড নিয়ে ডাকসুতে লড়ছেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

M
ডাকসুতে ছাত্রদল মনোনীত আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান। ছবি- ঢাকা মেইল

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। প্রায় সাত বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। ইতোমধ্যে সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের প্যানেল ঘোষণা করেছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের আনাগোনাও চোখে পড়ার মতো।

এই নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে লড়বেন আবিদ-হামীম-মায়েদ ও মেহেদীর মতো পরিচিত মুখ। যারা জুলাইয়ের আগে থেকেই শিক্ষার্থীদের জন্য জীবন দিয়ে লড়েছেন। তবে সবার মধ্যে আলাদা করে নজর কাড়ছেন ছাত্রদল মনোনীত আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই এই শিক্ষার্থী বিভিন্ন সময় ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। তবে সবগুলোর ঘটনার মধ্যে ২০২৩ সালে তার উপর নির্মম হামলার ঘটনা উল্লেখযোগ্য। সেই হামলায় মাথায় প্রচণ্ড আঘাতের পাশাপাশি তার বাম হাত ভেঙে যায়। পরে চিকিৎসকরা তার হাতে রড বসাতে বাধ্য হন, যা আজও তার শরীরে রয়ে গেছে।

জানা যায়, অপারেশনের পর কয়েক মাস ধরে হাতে প্লাস্টার, ব্যথা আর অচল অবস্থার যন্ত্রণায় ভুগতে হয়েছিল মেহেদীকে। তিনি বলেন, ‘ডাক্তাররা বলেছিল হয়তো আর আগের মতো হাত নড়বে না। আমি বলেছিলাম— হাত নড়ুক না নড়ুক, আমি রাজনীতি ছাড়ব না। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।’

ঢাবি ছাত্রদলের এক নেতা বলেন, ‘মেহেদীর হাত শুধু তার ব্যক্তিগত আঘাত নয়, আমাদের আন্দোলনের ইতিহাসও বহন করে। আমরা যখনই ওর হাতের দাগ দেখি, মনে হয় এটা আমাদের সবার সংগ্রামের চিহ্ন।’

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন নির্যাতন-অত্যাচার সয়ে টিকে থাকা এবং সাহসিকতার সঙ্গে রাজনীতি চালিয়ে যাওয়ার কারণে মেহেদী এখন প্রতীকী চরিত্রে পরিণত হয়েছেন। শিক্ষার্থীদের জন্য তার এই ত্যাগ অনুস্মরণীয়। ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা শুধু ছাত্রদল নয়, বরং প্রতিরোধ ও সহনশীলতার প্রতীক হিসেবেও দেখছেন বলে জানান তারা।


বিজ্ঞাপন


ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় মেহেদী। বর্তমানে অসুস্থ শরীরেও প্রচারণা চালাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঘুরে ঘুরে ও শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন নিজের প্রতিশ্রুতি। তার প্রতিশ্রুতি— ছাত্রসমাজের অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং ক্যাম্পাসে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

মেহেদী বলেছেন, ‘ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন বিশ্বমঞ্চে নিজেদের যুক্ত করতে পারে। তবে তার চেয়েও বড় বিষয় হলো, আমাদের ক্যাম্পাসে যেন কেউ আর হামলার শিকার না হয়।’

আইএসএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর