শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুতে ফের শিবির সমর্থিত প্রার্থীদের পোস্টার বিকৃতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

ডাকসুতে ফের শিবির সমর্থিত প্রার্থীদের পোস্টার বিকৃতি
ডাকসুতে ফের শিবির সমর্থিত প্রার্থীদের পোস্টার বিকৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রশিবির সমর্থিত তিনজন প্রার্থীর পোস্টার বিকৃতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী প্রার্থীরা হলেন— সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. নাঈমুল আবরার, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আসিফ ইমাম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মো. ফোজায়েল আহমাদ। তারা সবাই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিজ্ঞাপন


জিএস পদপ্রার্থী আসিফ ইমাম জানান, ফজরের সময় তারা পোস্টারগুলো বিকৃত অবস্থায় দেখতে পান। পরে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে চিহ্নিত করেন। অভিযোগে বলা হয়েছে, ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একই হলের ৪-৫ জন শিক্ষার্থী জড়িত ছিলেন।

ঘটনার পরপরই প্রার্থীরা হল প্রাধ্যক্ষের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


বিজ্ঞাপন


এর আগে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে ঘিরে নানা ধরনের উত্তেজনা ও অভিযোগ ইতোমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পোস্টার ছেঁড়া ও মুছে ফেলার অভিযোগ উঠেছিল। সে সময়ও শিবির সমর্থিত প্যানেলের পোস্টার বিকৃতি ঘটানো হয়েছিল। 

আইএসএস/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর