শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন: উমামা-সাদী প্যানেলের ১১ দফা ইশতেহার ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি 
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচন: উমামা-সাদী প্যানেলের ১১ দফা ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ১১ দফা ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমা ও আল সাদী ভূঁইয়ার নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। দলীয় প্রভাবমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি, শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং নারী ও সংখ্যালঘু শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করা হয়েছে এ ইশতেহারে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ইশতেহার ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্যানেলের লক্ষ্য পরিষ্কার করে উমামা বলেন, “আমরা চাই দলীয়করণ ও বিরাজনীতিকরণ চিরতরে দূর হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্বাধীন মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”


ইশতেহারের ১১ দফা হলো: 

১. দলীয় প্রভাবমুক্ত ক্যাম্পাস: প্রশাসনিক ও একাডেমিক কাঠামোয় দলীয়করণ বন্ধ করা। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ডকুমেন্টেশন। ১৫–১৭ জুলাই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা।প্রতিবছর ডাকসু নির্বাচন নিশ্চিত করা।

২. একাডেমিক মানোন্নয়ন ও গবেষণা: গবেষণার বাজেট ২% থেকে বাড়িয়ে ২০% করা; ডিজিটাল লাইব্রেরি, ২৪ ঘণ্টা স্টাডি স্পেস, স্মার্ট ক্যাম্পাস অবকাঠামো। শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা ও শিক্ষার্থীর ফিডব্যাকের ভিত্তিতে নীতি প্রণয়ন।


বিজ্ঞাপন


৩. ক্যারিয়ার ও কর্মসংস্থান: প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ।

৪. ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি: ধর্মীয় উৎসবের সময় পরীক্ষা না রাখা; আদিবাসীদের সামাজিক উৎসবকে একাডেমিক ক্যালেন্ডারে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা। সংখ্যালঘু ও আদিবাসীদের হয়রানি ঠেকাতে স্থায়ী প্রশাসনিক কমিটি গঠন

৫. নারীবান্ধব ক্যাম্পাস: যৌন নিপীড়ন সেলকে কার্যকর করা ও তদন্ত আপডেট অনলাইনে প্রকাশ। আইনি সহায়তা সেল ও সাইবার নিরাপত্তা সেল গঠন।

৬. স্বাস্থ্যসেবা ও খাদ্য: হলে ক্যান্টিন চালু ও খাদ্যে ভর্তুকি নিশ্চিত। ডাকসু মেডিকেল সেন্টার সংস্কার ও মানসিক স্বাস্থ্য সেবা জোরদার।

৭. আবাসন সমস্যা সমাধান: শতভাগ আবাসন ব্যবস্থার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন।

৮. পরিবহন ব্যবস্থা: বাস ট্রিপ বাড়ানো, রাত ৮টা পর্যন্ত ডাউন ট্রিপ চালু।

৯. ডিজিটালাইজেশন: ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত সবকিছু স্মার্ট কার্ডে করা। ফ্রি ওয়াইফাই হটস্পট ও ই-লাইব্রেরি।

১০. খেলাধুলা ও শরীরচর্চা: ক্রীড়াবিদদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা। রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচক প্যানেলে খেলোয়াড় নির্বাচন।

১১. পরিবেশবান্ধব ক্যাম্পাস: উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও সবুজায়ন।
 
আইএসএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর