শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি 
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট করেছে বামপন্থী সংগঠনের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিএম ফাহমিদা আলম।

গত সোমবার (১ সেপ্টেম্বর) রিটকারী ওই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়েরই আলী হুসেন নামে এক শিক্ষার্থী। এই ঘটনার তদন্তে ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ ধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হুসেন। উল্লেখিত ঘটনার সত্যতা উদঘাটন করার জন্য ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।

অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক করে গঠন করা তদন্ত কমিটির আরেকজন সদস্য হলেন- সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম। তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জামাদানের কথা বলা হয়।

আইএসএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর