শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার সমাধান শিগগিরই: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার সমাধান শিগগিরই: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। ফাইল ছবি

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। শিগগিরই এর সমাধান হবে বলে আশা করেন তিনি।
 
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের ‍এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েক দিন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে মন্ত্রণালয় অবহিত। এতে অবশ্যই শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন।
 
যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, শিগগির এর সমাধান হবে।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও যোগাযোগ রেখেছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে যেন সমাধান খুঁজে পাওয়া যায় তার দিকে ধাবিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

এএসএল/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর