মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই: ঢাবি উপাচার্য
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমাদের আইনজ্ঞ প্যানেলের সদস্যদের সাথে আমি কথা বলেছি। পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু প্রসঙ্গে ২টি রিট ও ২টি আইনি নোটিশ আমরা এ পর্যন্ত ফেস করেছি। প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতা প্রসঙ্গে আদালতে রিট করেছিল। সেই বিষয়ে আমাদের আইনজ্ঞ নিয়োজিত ছিলেন। হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন। এর পরবর্তীতে চেম্বার জজ আদালতে নির্বাচন কমিশনের পরামর্শে ওই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। সেই আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো এখনো দুর্বল অবস্থায় আছে। সেই বিবেচনাতে আমরা সিন্ডিকেট কর্তৃক পাসকৃত ১২ সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে। এই প্যানেলে বিশিষ্ট আইনজীবী রাখা হয়েছে, প্রয়োজনের ভিত্তিতে আমরা তাদের কাছ থেকে সার্ভিস নিই। আজকে যিনি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কাজ করেছেন তিনি হচ্ছেন শিশির মনির, যিনি আমাদের ১২ সদস্য বিশিষ্ট প্যানেলের একটি অংশ।

আরও পড়ুন: হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই


বিজ্ঞাপন


নিয়াজ আহমদ বলেন, ডাকসু একটি চ্যালেন্জিং প্রক্রিয়া। অনেক বাধা-বিপত্তি আছে এবং  আসছে, তবে কোনো কোনো ক্ষেত্রে যা আশঙ্কা করেছিলাম তার থেকে পরিস্থিতি ভালো আছে। যেই মামলা-মোকদ্দমা আসছে সেগুলোও বাধাবিপত্তির একটা অংশ।

উপাচার্য বলেন, আইনগতভাবে আদালতের নির্বাচনকে স্থগিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে এমন একটি কথা আসছে। এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়। এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। আমাদেরকে মূল জায়গায় ফোকাস রাখতে হবে।

আইএসএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর