ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শিবিরনেতা এমএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে আরেক ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে। হুমকিদাতা ব্যক্তি ছাত্রশিবিরের নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে এসএম ফরহাদ দাবি করেছেন, হুমকিদাতা যুবক তাদের সংগঠনের কেউ নন। তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ফরহাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ। তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আলম। তিনি 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এই নারী শিক্ষার্থীর ছবি দিয়ে ফেসবুকে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দিলেও পরবর্তীতে সেই আদেশও স্থগিত করে চেম্বার আদালত। এই আদেশের পরপরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তেজনা বিরাজ করে বিশ্ববিদ্যালয় এলাকায়। তখন শিক্ষার্থী আলী হুসেনের আইডি থেকে ফেসবুকে পোস্ট দেওয়া হয়।
এদিকে জিএস প্রার্থী এসএম ফরহাদ তার ভেরিফায়েড আইডির এক পোস্টে বলেছন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে। কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের।
অভিযুক্ত শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে ফরহাদ বলেছেন, ঢাবির যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে তিনি ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নন। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবিরকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেবো।
এসএম ফরহাদ বলেন, ‘যে শিক্ষার্থী আমার সঙ্গে প্রচণ্ড মাত্রায় দ্বিমত কিংবা বিরোধিতা করবেন; তার জন্যও আমরা ইনসাফ কায়েম করবো- এটিই আমাদের লড়াইয়ের মূল মাকসাদ।‘
বিজ্ঞাপন
আইএসএস/টিএই/ক.ম

