শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুতে ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

ডাকসুতে ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের
সিনেট ভবনে ছাত্রদল সমর্থিত পেনেলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে নানা অভিযোগ তোলেন তিনি।


বিজ্ঞাপন


আবিদুল বলেন, গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির পরিচালিত ফোকাস কোচিং থেকে ঢাবির প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীসহ অনেকে বক্তৃতা দেন এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।

নির্বাচনী আচরণবিধির ৯(খ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী প্রচারকালে কোনো ভোটারকে খাদ্য পরিবেশন করা যাবে না। ৯(গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ভোটারকে উপঢৌকন বা বকশিশ দেওয়া যাবে না। কিন্তু শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা সবগুলো নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের প্রভাবিত করেছেন।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থী সংসদ নির্বাচনের বিষয়ে এ নিয়ে আমরা তৃতীয়বার অভিযোগ দিয়েছি। কারণ, এ গ্রুপগুলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। কিন্তু এখন পর্যন্ত নাম পরিবর্তন করে তারা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন উপলক্ষে ৪ দিন ছুটি ঘোষণা করা হলেও শুক্র ও শনিবার মিলে মোট ৬ দিন বন্ধ থাকছে। এতে অনাবাসিক ছাত্রছাত্রীরা ভোট দানে নিরুৎসাহিত হচ্ছে।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল আরও বলেন, গতকাল আমরা দেখেছি, ঐতিহাসিক বটতলায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ অস্বীকার করেছেন শিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমা। তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করার সামিল। অথচ, ডাকসুতে প্রথমেই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার কথা বলা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিবিরের সমালোচনা করা একটি পক্ষের অ্যাজেন্ডা হয়ে দাঁড়িয়েছে: এস এম ফরহাদ

আরও অভিযোগ জানিয়ে তিনি বলেন, একটু আগে ওই প্যানেলের সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা তার ফেসবুকে লিখেছেন, তার ব্যালট নম্বর ১৯৭-এর সাথে যদি আরেকটি ১ থাকত তাহলে ওই গোষ্ঠীর ভোট পেতাম। কটাক্ষ করে কোন গোষ্ঠীকে তিনি এভাবে বলেছেন? এর আগে একই প্যানেলের এক সদস্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছেন। বারবার এই প্যানেল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হচ্ছে। একটু আগে সমাজবিজ্ঞান বিভাগের এক ক্লাসরুমে ওই প্যানেলেরই এক সদস্য মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছে।

সবশেষে তিনি বলেন, আমরা সবগুলো অভিযোগ নির্বাচন কমিশনারকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

আইএসএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর