শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনে বামপন্থী প্যানেলের ১৮ দফা ইশতেহার ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

dhaka-university
১৮ দফা ইশতেহার ঘোষণা করা হয়। ছবি: ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনের জোট 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।


বিজ্ঞাপন


ঘোষণা করা ইশতেহারগুলো হলো:

১) ডাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি।

২) শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন।

৩) গবেষণায় অগ্রাধিকার।


বিজ্ঞাপন


৪) আবাসন সংকট নিরসন।

৫) নারীবান্ধব ক্যাম্পাস।

৬) সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত।

৭) খাদ্য এবং পুষ্টিমান সুরক্ষা।

৮) শারিরীক স্বাস্থ্য সুরক্ষা।

৯) মানসিক স্বাস্থ্য সুরক্ষা।

১০) লাইব্রেরি, সেমিনার, রিডিংরুম এবং কমনরুম।

১১) প্রকাশনা সংস্থাকে সচল করা।

১২) মুক্ত পরিসর পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ।

১৩) সাহিত্য এবং সংস্কৃতি।

১৪) পরিবহন।

১৫) ক্রীড়া।

১৬) পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা।

১৭) গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মতপ্রকাশ ও

১৮) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন।

এসময় প্রতিরোধ পর্ষদ এর সদস্য পদপ্রার্থী হেমা চাকমা নিন্দা জানিয়ে বলেন, আমরা একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত সব আন্দোলনে অংশগ্রহণ করে এসেছি। কিন্তু গতকাল (শনিবার) এক টকশোতে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে'র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধে আমাদের চাকমা জনগোষ্ঠীর অবদান সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। অথচ আমাদের চাকমা জনগোষ্ঠীর অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন।’ এসময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়া চাকমাদের নাম তুলে ধরেন।

পাশাপাশি প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাবির আহমেদ জুবেল ফাতিমা তাসনিম জুমার বক্তব্যের প্রতিবাদ জানান।

প্রসঙ্গত, গতকাল টকশোতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধে পিকিংপন্থী যারা বামদল ছিল তাদের কোনো স্টেইক (অবদান) ছিল না ও যারা চাকমা তাদের স্টেইক ছিল না।’

আইএসএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর