শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি
সংবাদ সম্মেলন করছেন শিক্ষক ঐক্যজোটের নেতারা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা সরকারের দেওয়া জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারি দফতর থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। 

রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্যজোট সরকারের প্রতি দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানায়।


বিজ্ঞাপন


বক্তারা বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারি সরকার আশ্বস্ত করেছিল যে পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে। তবে মন্ত্রণালয় অনুদানভুক্ত ১৫১৯টি মাদরাসার এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করলেও তালিকা এখনও প্রকাশিত হয়নি। ফলে শিক্ষকরা হতাশাগ্রস্ত।

সংগঠন সরকারের কাছে দাবি জানিয়েছে—অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সব প্রতিষ্ঠানের তালিকা দ্রুত প্রকাশ করা, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা এবং ২৮ জানুয়ারি ঘোষিত জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা। এছাড়া প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিসহ আলাদা মাদরাসা অধিদপ্তর স্থাপনের প্রয়োজনীয়তাও তারা উল্লেখ করেছেন।

সংগঠন সতর্ক করেছে, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ, অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাওলানা মো. সামছুল আলম, সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. আল-আমিন। প্রধান অতিথি ছিলেন ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।


বিজ্ঞাপন


এছাড়া উপস্থিত ছিলেন—উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদি, মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, ঢাকা সরকারি আলিয়া মাদরাসার ছাত্র নেতা মো. ওমর ফারুক, শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলী, শিক্ষক নেতা নজরুল ইসলাম হিরন, শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মহাসচিব মো. রেজাউল হক, মাওলানা মো. শামসুল হক আনসারী, মো. রবিউল আলম, মাওলানা মো. জাকির হোসেন, ডা. সাইফুল ইসলাম, নাজমুল আলম, মো. সরোয়ার হোসেন, মো. ইউসুফ শরীফ প্রমুখ।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর