ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা চার দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে অতি দ্রুত তা বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সমন্বয়ে গঠিত 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেল।
রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানান তারা।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্য পাঠ করে ভিপি পদপ্রার্থী মো. নাইম হাসান হৃদয় বলেন, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একটা নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা বন্ধ রাখা যেতে পারে। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও একই দাবি করা হলেও প্রশাসন সে বিষয়ে কর্ণপাত করেনি।
ভিপি প্রার্থী বলেন, এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এটি। আমরা অবিলম্বে ক্লাস বন্ধের এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, গতকাল যমুনা টেলিভিশনের একটি আয়োজনে চাকমাসহ আদিবাসী জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধে অবস্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' পরিষদের ফাতিমা তাসনিম জুমা। মুক্তিযুদ্ধে পাহাড় সমতলের আদিবাসীদের সংগ্রামী ভূমিকার ইতিহাস রয়েছে। চাকমা শাসকদের অবস্থানের বিপরীতে গিয়ে অধিকাংশ চাকমা জনগোষ্ঠী যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, সমর্থন ও সহযোগিতা যুগিয়েছেন, অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
নাঈম বলেন, একই আয়োজনে ওই প্রার্থী খোদ আল বদরের কমান্ডার নিজামীকেই যুদ্ধাপরাধী হিসেবে মানতে নারাজ। আমরা মনে করি তার এই বক্তব্য ঐতিহাসিকভাবে গণহত্যার সহযোগী এই সংগঠনের গণবিরোধী চরিত্রেরই ধারাবাহিকতা। বারংবার প্রশাসনকে অবহিত করা হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্ন ও সন্দেহের উদ্রেক করে।
বিজ্ঞাপন
এসময় অতিদ্রুত ফাতেমা তাসনিম জুমাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্যানেলটির সদস্যরা।
আইএসএস/জেবি

