শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের বিষয়ে যা জানাল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের বিষয়ে যা জানাল এনসিটিবি

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে সংস্থাটির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।


বিজ্ঞাপন


এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার সকাল থেকে এনসিটিবির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। এর আগে সরকারি বিনামূল্যের বই ছাপার কাজ আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির শ্রমিং উইং।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর