রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ সাদিক-ফরহাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

DU
ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাদিক-ফরহাদের সংবাদ সম্মেলন। ছবি: ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে'র ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ প্রার্থীদের আচরণবিধি ভঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাংবাদিকদের কাছে বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ বলেন, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা ফেস্টুন লাগিয়েছিলাম। কিন্তু প্রচারণার প্রথম দিনেই দুর্বৃত্তরা আমাদের ফেস্টুন ভেঙে ফেলে। অথচ গণমাধ্যমের বিভিন্ন ভিডিওতে দুর্বৃত্তকারীদের স্পষ্ট দেখা গেছে। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই। এমনকি প্রশাসন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করেনি।


বিজ্ঞাপন


ছাত্রদল প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন নিয়ে ফরহাদ বলেন, গতকাল বুধবার রাত ছাত্রদলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল হাসান খান রাত ১২টায় মুজিব হলে প্রচারণা চালায়। কিন্তু, নির্বাচন কমিশন এখনো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, আমাদের রাজনৈতিক আজাদি আছে কিন্তু কালচারাল আজাদি নেই। গত বছর ও এই বটতলায় কোরআন তেলওয়াত অনুষ্ঠান করার পর শিক্ষার্থীদের বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। সেই মুজিববাদের কালো ছোঁয়া এখনো রয়ে গেছে যার কারণে আমাদের কালচারাল মুক্তি ঘটেনি।

আমরা এমন কালচার স্টাবলিশ (স্থাপন) করতে চাই যেখানে সব ধর্মাবলম্বী তাদের কালচার (সংস্কৃতি) চর্চা করতে পারবে। শুধু ধর্ম-বর্ণের পরিচয়ের কারণে কারো উপর জুলম করা হবে না। নির্বাচিত হলে আমরা ঢাবিতে মাল্টিকালচার স্থাপন করতে চাই।

সাদিক বলেন, দুঃখের বিষয় আমাদের কলাভবনসহ অন্যান্য ভবনে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। শিক্ষার্থীরা যে গবেষণা করবে সেই পরিমাণ পর্যাপ্ত বাজেটও নেই আমাদের। এমনকি কলাভবনের লিফটে শিক্ষার্থীদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে। বিভিন্ন সময় নানান দুর্ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হলে এই সকল সমস্যা দূর করার জন্য কাজ করে যাবো।


বিজ্ঞাপন


আইএসএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর