শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবিপ্রবির সঙ্গে তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

রাবিপ্রবির সঙ্গে তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। অন্যদিকে আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. আহমেত হাসিমাফতুগ্লু।


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ। এ চুক্তির আওতায় যৌথ গবেষণা, বক্তৃতা, সেমিনার ও কর্মশালা আয়োজন, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রাম বিনিময়, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময়সহ বহুমাত্রিক সহযোগিতা কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সমঝোতা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিতে মেয়াদ বৃদ্ধি করা যাবে। এর ফলে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া শিক্ষা সফর ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান-বিনিময়ের এক বিশেষ পরিমণ্ডল গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর